বরিশাল প্রতিনিধি:
বরিশালে নবনির্মিত ১০তলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিফটে আটকা পড়ে আইনজীবী, পুলিশ এবং বিচার প্রার্থীসহ ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন এসআই জসিম উদ্দিন বলেন, সকালে নবনির্মিত ১০তলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভবনের বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য আইনজীবী, পুলিশ এবং বিচার প্রার্থীসহ ১২ জন লিফটে ওঠার পর দরজা বন্ধ হয়। এরপর লিফট কোনভাবে উপরে উঠছিল না। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট আটকে থাকার কারনে ভেতরে অক্সিজেনের সংকট দেখা দেয়। এ সময় লিফটের ভিতর এবং বাহির থেকে দরজা খোলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় অনেকে। পরে ইট দিয়ে পিটিয়ে দরজা খোলা হয়। এর মধ্যে অক্সিজেনের অভাবে লিফটের ভিতরে থাকা ১০ জন অসুস্থ্য হয়ে পড়েন। উল্লেখ্য, গত ৩রা মার্চ ৪৯ কোটি ১৭ লাখ টাকায় নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করা হয়।