নিজস্ব প্রতিবেদক:
বরিশালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন থেকে সিরাজ হাওলাদার (৫০) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এপিবিএন-১০ এর সদর দপ্তর থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, এপিবিএন এর একটি টিম মঙ্গলবার দুপুর পোনে ৩ টার দিকে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিন দূর্গাপুর গ্রামে অভিযান চালায়। এসময় বৈরাগী বাড়ির পুল এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজ হাওলাদারকে আটক করে তারা। তার কাছ থেকে ৭’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ২১ হাজার ৫’শ টাকা। এপিবিএন -১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান ফেরদৌস জানান, আটককৃতকে জব্দকৃত মালামালসহ মেট্রোপলিটন বন্দর থানায় সোপর্দ করা হবে। সেই সাথে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।