বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ-বরগুনা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কের বাকেরগঞ্জ পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী এলাকার কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শেখ মাহফুজুর রহমান (১৫) বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শেখ খলিলুর রহমানের ছোট ছেলে। বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজস্ব মোটরসাইকেল নিয়ে কালিগঞ্জ সড়কে ঘুরতে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে ডাকুয়া বাড়ীর সামনে পার্শ^ রাস্তার নেইম ফলকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শেখ মাহফুজুর রহমান পৌরসভার মুজাহিদিয়া কেরামতিয়া দাখিল মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতেন।