বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যাবসায়ীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা বিএমপির একটি টিম ১০এপ্রিল সন্ধ্যায় এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের বিআরটিসি কাউন্টারের বিপরীত পাশে নাঈম ইসলাম এর ঝালাইয়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ১০নং ওয়ার্ড,বরফ কল এলাকার বাসিন্দা মোঃ মানিক হাওলাদারের মেয়ে লিপি আক্তার (২০) কে ২০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
পুলিশ আরো জানায়,এসময়ে অপর সহযোগী একই এলাকার বাসিন্দা সাবিনা বেগম (২৩) কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।