বরিশাল প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত দেলোয়ার আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে। সে ছয়গ্রাম বাজারের ব্যবসায়ী ছিলো। নিহতের স্বজন মো. সুলতান জানান, গত সোমবার বিকেলে দোকানের মালামাল নিয়ে পিকআপ ভ্যানযোগে বরিশাল শহর থেকে ছয়গ্রাম বাজারে আসছিলো দেলোয়ার। পথিমধ্যে বাবুগঞ্জের রহমতপুর কামিনী পাম্প সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশে থামানো একটি কাভার্ড ভ্যানের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় দেলোয়ার হোসেন ও শ্রমিক নজরুল ইসলাম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মৃত্যুবরন করেন। ঘটনার পর থেকে পিকআপ ভ্যান চালক পলাতক রয়েছে।