বরিশাল প্রতিনিধি:
বরিশালে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও সংরক্ষণ করা এবং মেয়াদ উত্তীর্ণ তরল দুধ, মাংস সহযোগে খাবার তৈরী করে বিক্রয়রে অপরাধে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঐ রেস্টুরেন্টে মাছ মাংসের সাথে রান্না করা খাবার ফ্রিজে সংরক্ষণ করার প্রমান মিলেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর বটতলা এলাকার ক্যাফে স্টার রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় এই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শাহ সোয়েব জানান, ক্যাফে স্টার বাদেও মুন্সি গ্যারেজ এবং গোরস্থান রোড এলাকায় মেয়াদ উত্তীর্ণ দধি, চিপস বিক্রয় করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আব্দুল খালেক স্টোরকে ১০ হাজার টাকা এবং স্নেহা ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা।