বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

নানা অয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ করেছে বরিশালবাসী

নানা অয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ করেছে বরিশালবাসী

বরিশাল অফিস:
নানা আয়োজনের মধ্যদিয়ে এখানে বাংলা নববর্ষকে বরন করা হয়। সকাল ৭টা থেকে বরিশাল সিটি কলেজ মাঠে চারুকলা, বরিশাল বিএম স্কুল মাঠ থেকে উদীচী ও বরিশাল নাটক, বরিশাল সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে বাঙালির ইতিহাস ঐতিহ্যের নানান আয়োজন করা হয়। দুই বছর করোনা মহামারির কারনে তেমন কোনো আয়োজন ছিলো বাঙালীর প্রানের উৎসব বাংলা বর্ষবরণের। কিন্তু সব বাধা পেরিয়ে বৃহস্পতিবার সকাল ৭টায় সিটি কলেজ মাঠে এসো হে বৈশাখ এসো এসো সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসনের সূচনা করে চারুকলা বরিশাল। অতিথিদের হাতে রাখি পরিয়ে চারুকলার শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। সকাল ৯টার দিকে বিএম স্কুল প্রাঙ্গন তেকে মঙ্গল শোভাযাত্রা বের করে উদীচী। বিএম স্কুল মাটে দুই দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে উদীচী ও বরিশাল নাটক।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দার সহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সার্কিট হাউজে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech