নিজস্ব প্রতিবেদক: বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল রোব বার আসরবাদ নগরীর আমতলা মোড়ে ‘ব্লাক কুইন চাইনিজ’ রেস্তোরায় এতে প্রায় অর্ধশতাধিক সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বরিশাল সদর উপজেলা শাখার সভাপতি বশির আহমেদ ঝুনু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশীদ নোমানী।
এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন স্পার্ক গ্রুপের এমডি আনোয়ার হোসেন খান, জিয়াউর রহমান মনির, মাদারী পুরের সিনিয়র সাংবাদিক ফায়জুল শরীফ। বক্তব্য রাখেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খন্দকার রাকিব, সাংগঠনিক সম্পাদক ফয়ছাল খান, আইটি বিষয়ক সম্পাদক জিহাদ রানা, মাহমুদ হাসান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক এম সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পারভেজ সরদার, সিনিয়র সদস্য এস এম সেলিম, নিয়াজ আল মামুন, খান ফিরোজ, দৈনিক সুন্দর বনের সম্পাদক মুজিব ফয়সাল সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বরিশাল বিভাগে অনলাইন গণমাধ্যমের সর্ব প্রথম প্রতিষ্ঠিত সর্ব বৃহৎ সংগঠন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন। বিভিন্ন সময় সদস্যদের কল্যাণে ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছে। সাংবাদিক প্রশিক্ষণ সহ নানামুখি কর্মকান্ড করা হচ্ছে। আগামীতে শুদ্ধ সাংবাদিকতার প্রত্যয়ে আরো শক্ত ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।