বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে প্রান্তিক কৃষক চাষিদের সেচে পানি সরবরাহ করার দাবীতে বিক্ষোভ প্রদর্শন

বরিশালে প্রান্তিক কৃষক চাষিদের সেচে পানি সরবরাহ করার দাবীতে বিক্ষোভ প্রদর্শন

বরিশাল ব্যুরো ॥

রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পেয়ে দুই সাওতাল কৃষক অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডিকে আত্বহত্যার পথে ঠেলে দেওয়ার প্রতিবাদ সহ প্রতিটি ইরি বোরো চাষের জমিতে নিয়মিত পাণি সরবরাহ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা কমিটি।

আজ সোমবার (১৮ই) এপ্রিল সকাল ১১টায় বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা কমিটির সভাপতিত্বে মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেসে বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও কৃষক নেতা অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি গ্রাম-গঞ্জে সরকারদলীয় জন প্রতিনিধিরা তাদের নিজস্ব লোকদের সহযোগীতা করার কারনে আমাদের প্রান্তিক কৃষক চাষিরা সুযোগ-সুবিদা থেকে বঞ্চিত হচ্ছে। তারা আরো বলেন সরকারের উন্নয়নের জোয়ারে আজ কৃষক চাষিরা পাণির অভাবে আত্বহত্যা করতে বাধ্য হচ্ছে। তাই অভিলম্বে প্রতিটি কৃষকের সেচে পাণি সরবরাহ করার জন্য সরকারের প্রতি দাবী জানান।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech