বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীতে ৩৯ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জের চলবলা ৬ নম্বর ওয়ার্ডের অচিনতলার সালাম মিয়ার ছেলে বাবু মিয়া (২৫) ও একই এলাকার আকবর আলীর ছেলে মাসুদ রানা রকি (২০)। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল কর্তৃপক্ষ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১০ টায় বরিশাল নগরীর ২০নং ওয়ার্ড জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা প্রবেশ গেট সংলগ্ন স্থানে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল। এ সময় মাদককারবারি বাবু মিয়া ও মাসুদ রানা রকিকে ৩৯ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে জানায়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।