বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পবিত্র ঈদ ইল ফিতর উপলক্ষ্যে ল‌ঞ্চে যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

পবিত্র ঈদ ইল ফিতর উপলক্ষ্যে ল‌ঞ্চে যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

ব‌রিশাল প্রতিনিধি : পবিত্র ঈদ ইল ফিতর উপলক্ষ্যে ল‌ঞ্চে যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লঞ্চ  মালিক ও আইন শৃংখলা রক্ষাকা‌রি বাহিনীর বিভিন্ন দপ্তর প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুর রহমান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবীর, বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক আরাফাত হোসেন, এনডিসি  সুব্রত বিশ্বাস ও কোষ্টগার্ডের প্রতিনিধি সহ লঞ্চ মালিক সমিতির সদস্যবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বলেন, বরিশাল লঞ্চ ঘাটে যাত্রীদের পন্য পরিবহনে যদি অতিরিক্ত অর্থ আদায় করা হয় তবে দোষিদের বিরুদ্ধে জেল জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা প্রশাসক আরো বলেন, ঈদকে কেন্দ্র করে নৌ দূর্ঘটনা এড়ানোসহ লঞ্চ ঘাটে যেকোন ধরনের অরাজকতা দমনে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত কাজ করবেন। ঈদকে সামনে রেখে লঞ্চের টিকিট কালোবাজারি রুখতেও কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। তার এই পদক্ষেপে লঞ্চ মালিকরাও সহযোগীতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech