বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
২০ এপ্রিল নগর গোয়েন্দা বিএমপি’র একটি টিম নগরীর কাউনিয়া থানাধীন বিসিসি ০৩নং ওয়ার্ডের রাজে আলী হাওলাদার বাড়ীর তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়কালে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা সহ কাশিপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড
পূর্ব বিল্ব বাড়ীর মোঃ সেকান্দার হাওলাদারের ছেলে মোঃ রুবেল হাওলাদার (৩৪) কে
আটক করেন ডিবি পুলিশ।
গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।