বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে রেনুপোনা জব্দ

বরিশালে নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে রেনুপোনা জব্দ

বরিশাল প্রতিনিধি: বরিশাল নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে চিংড়ি রেনুপোনা জব্দ করা হয়েছে। ২৫ এপ্রিল ভোররাত আনুমানিক ৫ টার সময় বরিশাল সদর নৌ থানা পুলিশের একটি টিম বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাই ঝুনাহার সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।

এ সময় একটি পরিত্যক্ত ট্রলার থেকে ১৮টি ব্যারেলে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার পিস রেনুপোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ২০ হাজার টাকা।

নৌ পুলিশ সূত্রে জানাগেছে, নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নির্দেশে বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান এর নেতৃত্বে বরিশাল সদর নৌ থানার এসআই আব্দুল হাই, এএসআই মুঈন উদ্দীনসহ নৌ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে কীর্তনখোলার চরমোনাই ঝুনাহার সংলগ্ন স্থানে অভিযান চালায়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি কাঠবডি ট্রলারে তল্লাশী করে প্লাস্টিকের ১৮ ব্যারেল ভর্তি গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করেন। পরবর্তীতে আদালতের নির্দেশক্রমে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও মৎস্য কর্মকর্তা বিমল দাসের উপস্থিতিতে জব্দকৃত রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বরিশাল সদর নৌ থানা পুলিশ জাটকা পাচার রোধের পাশাপাশি অবৈধ রেনুপোনা পাচার রুখতে সর্বদা তৎপর রয়েছে। এছাড়াও বরিশাল সদর নৌ থানার আওতাধীন স্থানসমূহে যেকোন ধরনের অপরাধ রুখতে কঠোর অবস্থানে রয়েছে নৌ পুলিশ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech