বরিশাল প্রতিনিধি :
বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন আবিস্কার এর আয়োজনে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শোলাই মেশিন, বাই সাইকেল, হুইল চেয়ার এবং নগদ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
২৫ এপ্রিল, সোমবার দুপুর ১ টার স্বেচ্ছাসেবী সংগঠন আবিস্কার এর আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দুঃস্থ-অসহায় ৫ জন মানুষের মাঝে শোলাই মেশিন ও প্রত্যেককে ৫ হাজার টাকা, ১ জন কে চাকুরির জন্য বাই সাইকেল, ১ জনকে হুইল চেয়ার এবং একজন ছাত্রকে পড়াশোনা জন্য ১০ হাজার টাকা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশালের সহকারী কমিশনার ও এনডিসি সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আবিষ্কার এর চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোহেল, পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,
আবিস্কারের জেনারেল সেক্রেটারি এ এস এম মঈন উদ্দিন খান আইউব, মোঃ মাকসুদুর রহমান প্রমূখ সংগঠনের নেতৃবৃন্দ।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক এসকল উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেন।