বরিশাল প্রতিনিধি: বরিশালে ১১৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল কোতয়ালী মডেল থানার এস আই/মেহেদী হাসান-২ এর নেতৃত্বে একটি টিম সিএন্ডবি রোড, কাজীপাড়া, তেমাথা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে, ২৬ নং ওয়ার্ড- উত্তর জাগুয়া এলাকার বাসিন্দা মোঃ বাবুল হাওলাদারের ছেলে একাধিক মাদক মামলার আসামী সাজ্জাদ হোসেন সুমন হাওলাদার(৩২) কে ও ১৩ নং ওয়ার্ড- সিকদার পাড়ার বাসিন্দা মৃত আক্কাস আলী সিকদারের ছেলে রিয়াল সিকদার(৩২) এবং ১৫ নং ওয়ার্ড- হাতেম আলী কলেজ চৌমাথা, মুসলিম পাড়া এলাকার বাসিন্দা আনিচুর রহমানের ছেলে মোঃ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগে এই তিন মাদক ব্যাবসায়ী কে অভিযান চালিয়ে ১১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।