বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

লাইসেন্সের দাবী‌তে ব‌রিশালে ই‌জিবাইক চালকদের বিক্ষোভ

লাইসেন্সের দাবী‌তে ব‌রিশালে ই‌জিবাইক চালকদের বিক্ষোভ

ব‌রিশাল: সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তা‌বিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযা‌নের নী‌তিমালা ২০২১ অনুযায়ী অ‌বিল‌ম্বে ব‌্যাটা‌রিচা‌লিত যানবাহ‌নের বিআর‌টিএ কতৃক বৈধ লাই‌সেন্স দাও এবং লাই‌সেন্স নি‌য়ে চাঁদাবাজী ও প্রতারণা ব‌ন্ধের দাবী‌তে বি‌ক্ষোভ সমা‌বেশ হ‌য়ে‌ছে ব‌রিশা‌লে। সোমবার সকাল সা‌ড়ে ১০টায় নগরীর অ‌শ্বিনী কুমার হ‌লের সাম‌নে সড়ক অব‌রোধ ক‌রে এই বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে ব‌্যাটা‌রিচা‌লিত রিক্সা ভ‌্যান ই‌জিবাইক চালক সংগ্রাম প‌রিষদ ও বাংলা‌দেশ সমাজতা‌ন্ত্রিক দল। এ‌তে শত শত ব‌্যাটা‌রিচা‌লিত রিক্সা, ভ‌্যান ও ই‌জিবাইক চালক অংশগ্রহণ ক‌রে। বাংলা‌দেশ সমাজতা‌ন্ত্রিক দল ব‌রিশাল জেলা শাখার সদস‌্য সচিব ডা: মনীষা চক্রবর্তী ব‌লেন, বরিশালের কাশিপুর, পলাশপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের হুমকি ও হামলা করা হ‌চ্ছে প্রতি‌নিয়ত। ক্ষমকাসীণ দ‌লের লোকজন শ্রমিক‌দের বি‌চ্ছিন্ন কর‌তে এমনটা কর‌ছে। রোববার দুপুরে বিআর‌টিএ থেকে বৈধ লাইসেন্সের দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রচার চলছিল। লোহার পোল এলাকায় প্রচারণা চালানোর সময় চাঁদাবাজী মামলার আসামি আফজাল মজুমদার, লতিফ শিকদার লেদু, কালামসহ ১০ জন বাসদের শ্রমিক নেতা মহসিন, রুবেল ও মোকছেদের উপর হামলা চালায়। পরবর্তীতে বিকালে নতুন বাজার,পলাশপুর সহ বি‌ভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হুমকি দিয়েছে। পাশাপা‌শি গত দুইদিন ধরে কাশিপুর, কালিজিরা ও সাগরদি এলাকায় স্থানীয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বাসদের শ্রমিকনেতাদের নানাভাবে হুমকি দিচ্ছে। মনীষা ব‌লেন, খে‌টে খাওয়া মানুষ‌দের নির্যাতন ক‌রে লাভ নেই। সড়ক ও সেতু মন্ত্রণাল‌য়ের নী‌তিমালা অনুযায়ী যখন ব‌্যাটা‌রিচা‌লিত যানবাহন বৈধ সে‌হেতু্ এসব যানবাহ‌নে অ‌বিল‌ম্বে লাই‌সেন্স দেয়ার দাবী জানা‌চ্ছি। এসময় নগরীর গুরুত্বপূর্ণ প‌য়েন্টগু‌লো‌তে পা‌র্কিং স্ট‌্যান্ড নির্ধারণ ও জলাবদ্ধতা নিরস‌নে খাল, ড্রেণ ও ভাঙা সড়ক সংস্কা‌রের দাবী জানা‌নো হয়। সমা‌বে‌শে বি‌ভিন্ন স্ত‌রের নেতাকর্মীরা বক্তব‌্য রা‌খেন। সমা‌বেশ শে‌ষে বিআর‌টিএ বরাবর স্মারক‌লি‌পি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech