বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

গরীব মানুষ নিয়ে রাজনীতি আর বাজিমাত করতে আসিনি, তাদের কষ্ঠ লাঘবে কাজ করি – মেয়র সাদিক আবদুল্লাহ

গরীব মানুষ নিয়ে রাজনীতি আর বাজিমাত করতে আসিনি, তাদের কষ্ঠ লাঘবে কাজ করি – মেয়র সাদিক আবদুল্লাহ

বেলায়েত বাবলু ॥
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, অটোরিক্সা নিয়ে আমি তিনমাস সময় নিয়েছি। কিন্তু এরই মধ্যে কেউ কেউ বলার চেষ্ঠা করছেন সিটি কর্পোরেশন লাইসেন্স দেয়না, বিআরটিএ দেয়। অটো চালকরা দরিদ্র মানুষ। তাদের বুঝানোর জন্য লাইসেন্সের কথা বলা হয়েছে। মূলত বরিশাল সিটি কর্পোরেশন লাইসেন্স দেয়না, পারমিট দেয়। মেয়র বলেন, আগে তিনমাস যেতে দিন, তারপর দেখেন। মেয়র সাদিক আবদুল্লাহ গতকাল বৃহস্পতিবার তাঁর ফেইসবুক পেইজ থেকে লাইভে এসে এবিষয়ে কথা বলেন। মেয়র বলেন, অনেকে বলে থাকেন, এটা (অটো) নিয়ে রাজনীতি করি।আসলে রাজনীতির কিছু নেই। রাজনীতি করলে আরো আগেই করতে পারতাম। তারা (অটো শ্রমিকরা) আমার সাথে দেখা করতে চেয়েছিলো। আমি তাদের নিয়ে রাজনীতি করিনাই। তাদের নিয়ে মিছিল করিনাই। আমি এবিষয়ে সেদিন (সম্প্রতি অনুষ্ঠিত হওয়া অটো শ্রমিকদের সমাবেশে) স্পষ্ট বলে দিয়েছি। মেয়র বলেন, আগে অটো বেআইনী ছিলো। এখন সরকার থেকে একটা নির্দেশনা আসছে, সেটা বেইজ করে কাজ করছি। তিনি প্রশ্ন রেখে বলেন, এটার মধ্যে কি রাজনীতি আছে?। গরীব মানুষ নিয়ে রাজনীতি আর ব্যবসা করেন তারা, যারা গরীব মানুষকে ঠকিয়ে খায়। আমরা গরীব মানুষ নিয়ে রাজনীতি করিনা। কাজে দেখবেন। কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়।’ আমি মুখ দিয়ে যা বলি, সেটা রাজনীতির জন্য বলিনা। যাতে গরীবের দুঃখ লাঘব হয়, তার জন্য বলি। অটো নিয়ে বিভিন্ন সময়ে প্রপাগন্ডা ছড়ানো হয়েছে। আমি বলি সবাইকে এক পাল্লায় মাপা ঠিকনা। মেয়র বলেন, রাজনীতি কারা করে, পয়সা কারা খায়, পয়সা কারা বস্তায় ভরে….,বললে পরেতো অনেক কথাই বলা যায়। আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাইনা। গরীব মানুষদের জন্য কাজ করতে চাই। বর্তমান সরকার গরীব মানুষদের আজকে যে পর্যায়ে নিয়ে এসেছে। আপনারা যেকোন একটা ইস্যু ধরে আন্দোলন শুরু করে দেন। চিন্তা করে দেখেন ১০/১৫ বছর আগের বাংলাদেশ আর বর্তমান আজকের বাংলাদেশ। এটাতো স্বীকার করতে হবে। না করলেতো উপরে আল্লাহ আছেন। তাঁর কাছে ঠ্যাকা থাকবেন। আল্লাহতো সবার জন্য। তিনি দেখতে আছেন, কে কি করতেছে। মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, কারো বিরুদ্ধে আমার অভিযোগ না। বিভিন্ন রাজনৈতিক দল বলার ও কিছু পত্রিকা লেখা চেষ্ঠা করেন রাজনীতি, গেম, বাজিমাত।’- এখানে বাজিমাতের কিছু নেই। গরীব মানুষদের নিয়ে বাজিমাত করতে আসি নাই। এদেশটা বঙ্গবন্ধু বাজিমাত করার জন্য স্বাধীন করেন নাই। দুঃখী মানুষের কষ্ঠ লাঘবের জন্য করেছিলেন। বরিশাল সিটি কর্পোরেশন থেকে কেউ বলতে পারবেনা চারআনা পয়সার পার্সেন্টিজের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নিজস্ব অর্থায়নে, নিজের পায়ে বরিশাল সিটি কর্পোরেশনকে দাঁড় করিয়েছি। তিনি আক্ষেপ করে বলেন, আমার মাঝে মধ্যে দেখতে ইচ্ছে করে আমি চলে গেলে, এখানে আরেকজন এসে জনগনের কতোটুকু সেবা করে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech