গৌরনদী প্রতিনিধি
সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের উদ্যোগে বরিশালের গৌরনদীতে তিন দিন ব্যাপি তৃনমূল সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে ক্যাথলিক চার্চ সেক্রেটহার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের সদস্য মিঃ টিমন হালদােেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের সমন্বয়কারী ফাদার অনল। “ সংবাদ ও সাংবাদিক কি, ফিচার কি? সংবাদ কাঠামো ও সংবাদের উৎস, সংবাদের উপাদনসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন কর্মশালায় ফ্যাসিলেটর ছিলেন সাপ্তাহিক প্রতিবেশীর পরিচালক ফাদার বুলবুল, প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পিএসপি সহকারী পরিচালক মান্না বালা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামাজিক যোগাযোগ কমিশন বরিশাল ডায়সিসের মিঃ টিমন হালদার, আগষ্ঠিন হালদার, বৃষ্টি বাটল, রোবেন দেওড়ী, জুনায়েস কর্মকার, পিয়ুস ডি কস্তা। সমাপনী অনুষ্ঠানের আলোচনা শেষে প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরন করেন ফাদার রিংকু গমেজ। তিন দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষনে ৩০ তৃনমূল সাংবাদিক অংশ নেন।