বরিশাল অফিস:
বরিশাল নগরীর ব্রজমোহন কলেজের (বিএম) মসজিদের গেটের সামনের গলির আইনুন ভিলা থেকে সোমবার রাত ৯টার দিকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত সান ই জাহান জুয়েনা (১৮) সরকারি বরিশাল কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল এলাকার মাসুম ফরাজীর মেয়ে। সে আইনুন ভিলার চতুর্থ তলায় ৪০৪ নম্বর রুমে দেড় বছর ধরে ভাড়া থাকতো। আইনুন ভিলার কেয়ারটেকার মর্জিনা বেগম বলেন, সন্ধ্যার পর মেয়েদের চিৎকার শুনে দরজার উপর থেকে দেখতে পাই ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলে রয়েছে ঐ ছাত্রী। পরে পুলিশকে ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কি কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারবো না।
আইনুন ভিলার মালিক আইনুন বেগম বলেন, প্রায় দেড় বছর ধরে এই মেয়ে ভাড়া থাকে এখানে। কোনো সময় কোনো সন্দেহজনক বিষয় চোখে পরেনি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, মৃত ছাত্রীর হাতে ব্লেড দিয়ে কাটা অনেকগুলো দাগ পাওয়া গেছে। বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশের ওসি লোকমান হোসেন বলেন, দরজা ভেঙে ঐ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রীর মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল কারন পাওয়া যাবে।