গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও কমপ্লেক্সে মঙ্গলবার সকালে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও কমপ্লেক্সে এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদারের সভাপতিত্বে ঈদ পূনর্মিলনী অফনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আঃ হালিম, গৌরনদী উপজেলা যুবলীগ সভাপতি আনিচুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব, পৌর যুবলীগ সাধারন সম্পাদ ও পৌর কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার, গৌরনদী উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাইলাল, মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক স্পাদক মোঃ মাসুম মল্লিক খোকন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাটাজোর ইউনিয়ন সভাপতি কবি উৎপল চক্রবর্তী-সহ অন্যান্যরা।
ঈদ পূনর্মিলনীতে উপজেলার ৭টি ইউনিয়নের কয়েকশত মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।