বরিশাল প্রতিনিধি: বরিশালে ১৩০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে বিএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ। বিষয়টি বরিশাল মেট্রেপিলিটন পুলিশের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই-মোঃ আহসান উল্ল্যাহ ও সঙ্গীয় অভিযানিক টিম ২৪ মে,মঙ্গলবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ পূর্ব ইছাকাঠী লাদেন সড়কে মোঃ আবুল বাশার এর চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে, কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১০নং ওয়ার্ড ,জর্ডন রোড-এস্টেরিকা গার্ডেন ভবনের মালিক মৃত আক্তার হোসেনের ছেলে মোঃ তানভীর হোসেন রিয়াদ (৩৬) ও কেডিসি বস্তি, বালুর মাঠ এলাকার বাসিন্দা মোঃ নাছির হাওলাদারের ছেলে মোঃ মাসুম হাওলাদার (৩৭) কে ১৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।