শামীম আহমেদ ॥
বরিশালে ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন,বাংলাদেশ (এনবিএফ-বিডি) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি আলোচনা সম্মাননা ক্রেস্ট প্রদান ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ই) মে বরিশাল বিএম স্কুল ক্লাস রুমে এই কর্মসূচি পালিত হয়।
ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এ.এম আখতারুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপাস্থত থেকে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ,ডাঃ মির্জা লুৎফর রহমান,শিশির চন্দ্র পাইক,জিয়াউল হাসান শামীম,জাবির আহমেদ,নুরুল আমিন মোল্লা,এস,এম তাইজুল ইসলাম,মৃনাল কুন্ড,মাহবুব মোর্সেদ শামীম।
অনুষ্ঠানে দ্বীতিয় পর্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোসারফ হোসেন ফারাবী,পরিচালক তাসনিম মেহজাবীন,বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মুনসুর আল-আমিন,আন্ত বিভাগীয় সমন্বয়কারী আরিফুর রহমান,আন্ত বিশ্ববিদ্যালয় সমন্বয়কারীশাহাদৎ হোসেন হৃদয় প্রমুখ।
আলোচনা পর্ব শেষে আমন্ত্রীত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। শেষে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।