বরিশাল প্রতিনিধি :
বিদ্রোহীর কবির শতবর্ষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল ও জেলা শিল্পকলা একাডেমি বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী উৎসবে ২৭ মে শুক্রবার সমাপনী দিনে সন্ধ্যা ৭ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন (ভারপ্রাপ্ত) পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অঞ্চল বরিশাল মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি বরিশাল, মোঃ হাসানুর রশীদ মাকসুদসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল জয়ন্তী উৎসব সমাপনী দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নজরুল বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
পরে অতিথিরা জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরিশেষে চারুকলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।