শামীম আহমেদ ॥
কেন্দ্রীয় যুবদলে সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারন সম্পাদক করা সহ অন্য সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশাল নগরীতে বিশাল শো-ডাউন ও আনন্দ র্যালি করেছে বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন।
আজ শনিবার (২৮ই) মে বিকাল সাড়ে চারটায় নগরীর জেনারেল হাসপাতাল চত্বর থেকে আনন্দ র্যালি বেড় করেন। পরে র্যালি সদররোড, গ্রিজ্জামহল্লা,চকবাজার কাটপট্রি হয়ে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে এসে শেষ করে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সম্পাদক মাওলা রাব্বি শামীম,জেলা সহ-সভাপতি জাহিদ হোসেন,যুগ্ম সম্বপাদক মনিরুল ইসলাম,মহানগর যুবদল সহ-সভাপতি আসাদুদুজ্জামান তৌহিদ,রিয়াজ,সহ-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম অপু ও মহানগর যুবদল দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ঝনু সহ বিভিন্ন যুবদলের ওয়ার্ড অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।