স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জ কল্যাণ সমিতি বরিশাল’র ঈদ পূণর্মিলনী ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে (শুক্রবার) সকাল ১০ টায় মেডিকেল কলেজ লেন রহিম ইউনাইটেড হাইটসে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শহিদ হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক গাজী জামাল উদ্দিন।
সমিতির উন্নয়নের লক্ষ্যে বক্তব্য রাখেন সভাপতি আলাউদ্দিন। সমিতির উন্নয়ন ও অগ্রগতি এবং নতুন সদস্য সংগ্রহের বিষয়ে তাগিদ দেন।
সভায় এসএম সোহেল মাহমুদ ও ফিরোজ আলমের সঞ্চালনায় অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আঃ লতিফ, অর্থ সম্পাদক আঃ ছাত্তার, দপ্তর সম্পাদক মোঃ মঞ্জু বেপারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. খালিদ মাহমুদ প্রমুখ।