মোঃ লুৎফর রহমান দীপ গৌরনদী (বরিশাল) সংবাদ দাতা: গতকাল বুধবার বরিশালের গৌরনদীতে দৈনিক ইত্তেফাক পত্রিকার গৌরনদী সংবাদ দাতা মোঃ লুৎফর রহমান দীপ এর উদ্যোগে ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, নির্ভীক সাংবাদিকতার কিংবদন্তি পুরুষ, আধুনিক সংবাদপত্রের রুপকার ও বাঙ্গালি জাতীয়তাবাদ আন্দোলনের অন্যতম প্রবক্তা সাংবাদিক মানিক মিয়ার ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সরকারী গৌরনদী কলেজ জামে মসজিদে বাদ আছর দোয়া ও মেনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটিরি সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মাদ শাহিন, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান, সাংবাদিক শেখ রায়হান শাওন, মোঃ ইয়াদুল-সহ ধর্মপ্রান মুসুলি ও মান্যগন্য ব্যাক্তিবর্গ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারী গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন খান।