ডেস্ক রিপোর্ট:
প্রেমের সম্পর্ক রয়েছে—এমন দাবি করে সহপাঠী এক ছাত্রকে বিয়ের জন্য অনশনে বসার কথা জানিয়েছেন বরিশালের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। তবে, তাঁর সহপাঠী বলছে, ‘ওই তরুণীর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক।’
এদিকে, বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন স্থানীয় চেয়ারম্যান। অবশেষে থানায় নেওয়া হয়েছে ওই ছাত্রীকে। তবে, ওই ছাত্রী গতকাল বৃহস্পতিবার রাতে বলেছেন, ‘বিয়ে না হওয়া পর্যন্ত এক ফোটা পানিও খাব না।’
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) শফিক এসব তথ্য জানিয়েছেন।
এসআই শফিক জানান, খবর পেয়ে ওই ছাত্রীকে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া যে ছেলেকে বিয়ের দাবি জানানো হয়েছে, তাঁকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, গত বুধবার বিকেলে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী বিয়ের দাবিতে তাঁর সহপাঠীর বাড়িতে অবস্থান নেন। ওই ছাত্রী পটুয়াখালীর বাসিন্দা।
বিয়ের দাবি জানানো ওই ছাত্রী গতকাল বৃহস্পতিবার রাতে বলেন, ‘ওর (সহপাঠী ছাত্র) সঙ্গে আমার প্রায় এক বছরের প্রেমের সর্ম্পক। কিন্তু, কিছুদিন ধরে ও আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি যোগাযোগ করলেও সে রেসপন্স করেনি। এতে বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান নিয়েছি। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। আমি সে আশ্বাসে এসেছি। বিয়ে না করা পর্যন্ত আমি এক ফোটা পানিও খাব না।’
তবে ওই ছাত্র বলেছে, ‘সহপাঠী হিসেবে তার সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু, তার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। সে আমার বন্ধু। কিন্তু, কেন সে এ কাজটি করল, আমি বুঝতে পারছি না। পুরো ঘটনা নিয়ে আমি এবং আমার পরিবার বিপাকে রয়েছি।’