ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। সংগঠনের জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে বুধবার বিকেলে নগরীর সদর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, সাইদুর রহমান রিন্টু এবং আনোয়ার হোসাইনসহ অন্যান্যরা। সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন।