বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পদ্মা সেতুর জনসভায় বরিশাল থেকে লঞ্চে এক লাখ লোক আসবে

পদ্মা সেতুর জনসভায় বরিশাল থেকে লঞ্চে এক লাখ লোক আসবে

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে বরিশাল অঞ্চল থেকে এক লাখ লোক মানুষের অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ।

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে এসে আজ সোমবার দুপুরে তিনি এই ঘোষণা দেন। এ সময় শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আ. লতিফ মোল্লা, ভাইস-চেয়ারম্যান বিএম আতাহার হোসেন বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সামনে আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বরিশাল অঞ্চল থেকে আমরা লঞ্চে করে লক্ষাধিক মানুষ এ জনসভায় আসব। পাথরঘাটা থেকে লঞ্চে ভূরঘাটা পর্যন্ত। জনসভা সফল করতে আগামীকাল মঙ্গলবার ১১টায় আমরা বরিশাল বিভাগীয় সভার ডাক দিয়েছি। সেখানে জনপ্রতিনিধি ও দলীয় নেতারা সিদ্ধান্ত নেব কীভাবে এই জনসভায় আসা যায়।’

আবুল হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু হয়েছে, এখন পর্যন্ত আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা যাব। রাতে রওনা হয়ে ১২টার মধ্যে বাড়িতে যেয়ে ঘুমাতে পারবো। এর চেয়ে বড় প্রাপ্য আর কী হতে পারে। ১৯৯৬ সাল থেকে আমাদের দক্ষিণাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী সবকিছু করেছেন। পায়রাবন্দর, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেনানিবাস, লেবুখালী সেতু, আ. রব সেরনিয়াবাত সেতুসহ সবই তিনি করে দিয়েছেন। বাকি ছিল পদ্মা সেতু, সেটিও প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিচ্ছেন।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech