বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ মোকতার হোসেন পিপিএম -সেবা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায়, ১৪ জুন ২০২২ খ্রিঃ বেলা ১০ঃ০০ টায় বিএমপি পুলিশ কমিশনার সম্মেলন কক্ষ বরিশালে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও Rank Badge পড়িয়ে দেন।
এ- সময় উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোঃ মোকতার হোসেন পিপিএম -সেবা মাননীয় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব প্রলয় চিসিম ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত র্যাংক ব্যজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমপির শীর্ষ কর্মকর্তা সহ অন্যান্য অফিসারবৃন্দ।