বরিশাল অফিস:
বরিশাল-বানারীপাড়া সড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে এক যুবকের মৃত্যু ও আহত হয়েছে তার বাবা। গতকাল বৃহস্পতিবার বিকালে ঐ সড়কের বাদলা উচা পোল এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারর্পোট থানার এসআই মো. আজমল। তিনি জানান, মোটর সাইকেল যোগে বাবা আব্দুল আজিজ ও তার ছেলে মো. রিয়াজ গুঠিয়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। উচা পোল এলাকায় এসে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে যুবক রিয়াজের মৃত্যু হয়েছে। বাবা আজিজকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।