গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মধ্যে মৌসুমী ফল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের একশত রোগীর মধ্যে এ মৌসুমী ফল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ.এফ.পি.ও) ডাঃ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মাজেদুল হক কাওছার, স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ বিপুল বিশ্বাস, ডাঃ তানবিরুল আলমসহ মোট ১৭ জন মেডিকেল অফিসার ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল নার্স এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ। স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষ থেকে মৌসুমী ফল খেতে পেয়ে রোগীরা এ সময় আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেন।