ডেস্ক রিপোর্ট:
আজ সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বর থেকে সিলেটের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সম্মিলিত ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। অশ্বিনী কুমার হলচত্বরে ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলার সদস্য গোলাম রসুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম, রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা সংগঠক বিজন শিকদার, বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলার সংগঠক হাফিজুর রহমান রাকিব প্রমুখ।