এস,এম,আলমাস(কুয়াকাটাপ্রতিনিধি )
পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শেষে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নাসির উদ্দিন বিপ্লবকে সভাপিত ও জহিরুল ইসলাম মিরনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান চৌধুরী সভাপতি, সম্পাদকের নাম ঘোষণা করেন। এর আগে কুয়াকাটা প্রেস ক্লাব মিলনায়তনে সকাল থেকে শুরু হওয়া দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন হয়। সাধারণ সম্পাদক ছাড়া বাকি পদে আলোচনার মাধ্যমে নির্বাচিত করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান জানান, সাধারণ সম্পাদক পদে নির্বাচন হলেও ১৭ জন ভোটারের ২ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে জহিরুল ইসলাম মিরন ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী হোসাইন আমির পেয়েছেন ৭ ভোট।
তিনি জানান, সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আলোচনার মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি পদে ইছাহাক শেখ ও যুগ্ম সম্পাদক পদে জাহিদুল ইসলাম বেল্লাল মনোনীত হয়।