ডেস্ক রিপোর্ট:
বাজেট অধিবেশনে যোগ দিতে ২৭ জুন দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বাজেট অধিবেশন শেষে ৪ জুলাই ফের ব্যাংককে যাওয়ার কথা রয়েছে তার।
বিরোধীদলীয় নেতার সহকারি একান্ত সচিব মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন আগামী ২৭ জুন এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ সময় ১২ টা ১০ মিনিটে দেশে ফিরবেন। তার সঙ্গে দেশে ফিরবেন পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধু মাহিমা এরশাদ। অধিবেশন শেষে ৪ জুলাই নিয়মিত চেকআপের জন্য ব্যাংকক যাবেন।
রওশন এরশাদ নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে অবস্থার উন্নতি না হলে গত নভেম্বর মাসের ৫ তারিখে চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। সেই থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ।