নিউজ ডেস্ক:
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোরে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলির সাথে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে বাটাজোরের বাইচখোলায় এই দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার ১৯টি রুটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় দুই ট্রাকের চালক আহত হয়। পরে পুলিশের রেকার ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি রাস্তার ওপর থেকে সরিয়ে সন্ধ্যা ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলির সঙ্গে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে মহাসড়কের ওই স্থানে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বরিশাল থেকে রেকার এনে দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি সরিয়ে ফেললে সন্ধ্যা ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।