বরিশাল প্রতিনিধি : বরিশালে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাজাঁসহ এক নারী মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। বিষয় টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন,শনিবার কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি অভিযানিক টিম নগরীর
কোতয়ালী মডেল থানাধীন বাংলাবাজার ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন পাচঁবিবি গ্রামের বাসিন্দা
মৃত আবুল হোসেন’র মেয়ে দুলু বেগম(৬০) কে ৪কেজি গাজাঁসহ আটক করেন পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।