ডেস্ক রিপোর্ট:
পদ্মা সেতুতে মানুষের হাঁটাচলার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে সেতু বিভাগ। সেতুতে না নামতে টোল প্লাজা এলাকায় করা হচ্ছে মাইকিং। এছাড়াও সেতুতে টহল দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (২৭ জুন) সকাল থেকে সেতুতে মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হেঁটেও উঠতে দেওয়া হচ্ছে না মানুষকে।
এর আগে সেতু বিভাগ জানায়, স্বপ্নের পদ্মা সেতুতে অনেকে যানবাহন থেকে নেমে সেতুর মালামাল চুরি করছে। এজন্য সেতু বিভাগ পদ্মা সেতুতে মানুষের হাঁটাচলার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেতুতে মানুষের না নামার বিষয়টি নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধও জানায় সেতু কর্তৃপক্ষ। এদিকে সেতুতে মোটরসাইকেল উঠতে না দেওয়ায় জাজিরা প্রান্তে নাওডোবা টোল প্লাজায় কোনও বিশৃঙ্খলা দেখা যায়নি। টোল দিয়ে বাধাহীনভাবেই সেতু পার হচ্ছিল যানবাহন।
সরেজমিনে দেখা গেছে, টোল প্লাজার আগেই আটকে দেওয়া হচ্ছে মোটরসাইকেলগুলো। টোল প্লাজার আশপাশে তেমন গাড়ির জটলা নেই। অনেকে সেতুতে মোটরসাইকেল চালিয়ে যাওয়া নিষেধ করায় পিকআপে বাইক তুলে স্বপ্নের পদ্মা সেতু পার হচ্ছিলেন। প্রতিটি পিকআপে ৫ থেকে ৬টি করে মোটরসাইকেল ওঠানো হচ্ছে। এর জন্য ১৩০০ থেকে ১৫০০ টাকা করে নিচ্ছেন পিকআপ চালকরা।