বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালের শ্রীপুর মানুষের দিন কাটে চরম আতংঙ্কে!

বরিশালের শ্রীপুর মানুষের দিন কাটে চরম আতংঙ্কে!

শামীম আহমেদ, ॥ ভৌগলিক দিক বিবেচনায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ হচ্ছে একটি দ্বীপ উপজেলা। জেলার নদী বেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী ইউনিয়ন শ্রীপুর। তেঁতুলিয়া নদীর তীরের কুল ঘেড়া এই ইউনিয়নে প্রায় ২০,০০০ (বিশ হাজার) মানুষ বসবাস করে চরম আতংঙ্কে। চারদিকে নদী বেষ্টিত এই ইউনিয়নটির জনগণকে সর্বক্ষণ নদী ভাঙ্গনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়।

সম্প্রতি নদী ভাঙনের ফলে ইতোমধ্যে প্রায় ৫০০ (পাঁচশত) ঘরবাড়ি, শ্রীপুর বাজার, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি মহিলা মাদ্রাসা, একটি কওমী মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা, অসংখ্য মসজিদ, মন্দির, হাজার হাজার হেক্টর কৃষি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে।

নদী ভাঙনের ফলে প্রায় ৩০০০ (তিন হাজার) মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। গত ৩ বছর যাবত তেঁতুলিয়া নদী মারাত্মক ভাবে ভাঙছে। এই নদী ভাঙন বর্তমানে পূর্বের থেকে ভয়ংকর রূপ ধারন করেছে। জরুরী ভিত্তিতে এই নদী ভাঙন প্রতিরোধ করতে না পারলে ঐতিহ্যবাহী এই ইউনিয়নের পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান ওই এলাকার বাসীন্দা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ লোকমান হোসেন।

নদী ভাঙ্গন থেকে এলাকা রক্ষায় বাসিন্দারা মানববন্ধন করেছে কয়েকবার এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে জানানো হলেও তারা কোন কার্যকর ব্যবস্থা আজও গ্রহণ করেনি বলে দাবী লোকমানের।

লোকমান হোসেন জানান, ভাঙন কবলিত মানুষের ভোগাšি–র শেষ নেই। নদী ভাঙনে বাড়ি বিলীন হওয়ায় নতুন করে তোলা বাড়ি আবার নতুন করে ভাঙনের কবলে পড়েছে এমন উদাহরণ অসংখ্য। সাধারন মানুষের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের শেষ সম্বলটুকু হারিয়ে।

রাক্ষুসে এই নদী ভাঙন গ্রাস করে নিচ্ছে শ্রীপুর ইউনিয়নের মানুষের স্বপ্ন ও আশা। আর ধ্বংস হচ্ছে উন্নয়নের স্মারক বিভিন্ন স্থাপনা, ফসলি জমি, মানুষের ভিটে-মাটি।

এবিষয়ে সাবেক সংসদ সদস্য ও শ্রীপুরের বাসিন্দা মেজবা উদ্দিন ফরহাদ বলেন পাতারহাটে অপরিকল্পিতভাবে নদীতে বাধ নির্মাণ করার কারনেই ঐতিহ্যবাহী শ্রীপুর ইউনিয়নটি দিন দিন নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।

বর্তমান সরকার এখন পর্যš– নদী ভাংগনকুল বাশীকে শুধু প্রতি শ্র“তি দিয়েই যাচ্ছে কাজের কিছুই করছে না।

তিনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান

এমতাবস্থায় অবিলম্বে শ্রীপুর ইউনিয়নকে চলমান নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবী জানিয়েছেন নব নির্বাচিত উপজেলার চেয়ারম্যান একে এম মাহফুজুল আলম লিটন।

এই এ ইউনিয়নকে নদী ভাঙ্গন থেকে রক্ষায় জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে প্রকল্প গ্রহন করে তা মন্ত্রনালয়ে প্রেরন করা হয়েছে। প্রকল্প পাশ হয়ে আসলেই কাজ শুরু হবে বলে জানান বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: সফি উদ্দিন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech