নিউজ ডেস্ক:
সাকিব আল হাসানের জনপ্রিয়তা প্রশ্নাতীত। কয়েকদিন ধরে সাকিব আল হাসান কিংবা বাংলাদেশ ক্রিকেট দলকে ঘিরে যা ঘটছে, সব ইস্যুতে সোশ্যাল মিডিয়ার প্রায় পুরোটা অংশই দাঁড়িয়েছে সাকিবের পক্ষে।
তবে সন্ধ্যা গড়িয়ে রাত নামার পরই আইসিসি থেকে যখন আনুষ্ঠানিকভাবে দুই বছরের নিষেধাজ্ঞার খবর এলো, তখনই ফেটে পড়ে সাকিব ভক্তরা। ফেসবুকের ওয়াল ছেড়ে তারা নেমে আসে রাস্তায়। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে তারা মিরপুর-২ নম্বরে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
রাত ৮টা থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে বিক্ষোভকারীরা ‘নো সাকিব নো ক্রিকেট’ স্লোগানে আইসিসির নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকেন। এ ছাড়া চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন সাকিবভক্তরা। সাকিবের জন্মস্থান মাগুরায় বুধবার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনের ডাক দেয়া হয়েছে।
ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর সে তথ্য আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটকে জানাননি সাকিব। তথ্য গোপন করার অপরাধেই মূলত শাস্তি দেয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে। ক্রিকেটের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। তবুও তিনি এ সম্পর্কে কিছুই জানাননি আকসুকে।
সাকিবের নিষেধাজ্ঞা ঘোষণার পর আজ রাত ৮টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন সাকিব আল হাসান। সেখানে সংবাদ সম্মেলনে সাকিব আবার ক্রিকেটে ফিরে আসতে দেশবাসী, ভক্ত, সরকার এবং মিডিয়ার সহায়তা চেয়েছেন। আগে যেভাবে ভক্তরা তাকে সহায়তা করেছেন সেটা করবেন বলে আশা ব্যক্ত করেন। সবার সমর্থন পেলে আরও ভালো ও শক্তভাবে ফিরে আসতে এবং দায়িত্ব পালন করতে পারবেন বলে উল্লেখ করেন সাকিব আল হাসান।