শামীম আহমেদ ॥
বরিশালের গৌরনদীতে তিন যুবদল ও এক বিএনপি নেতাকে পিটিয়ে গুরুত্বর আহত ও বসতবাড়ীতে হামলার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল জেলা বিএনপির সদস্য জহির সাজ্জাদ হান্নান শরীফ জানান, সোমবার সকাল সাড়ে আটটার দিকে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা জাকির শরীফ বরিশালে যাওয়ার জন্য গৌরনদী বাসষ্ট্যান্ডে অবস্থান করছিলেন। এসময় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। অপরদিকে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকনের বাড়িতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করেছে। গুরুত্বর অবস্থায় তাকে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
একইদিন সকালে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় শিকারপুর আবুল কালাম ডিগ্রি কলেজের প্রভাষক বিএনপি সমর্থক আলী শরীফকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এছাড়াও সকালে বরিশাল যাওয়ার পথে উপজেলার বাটাজোর এলাকায় সরিকল ইউনিয়ন যুবদল নেতা জসীম উদ্দিনকে পিটিয়ে আহত করেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি আরও জানান, সকালে বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর বাড়িতে এবং যুবদল নেতা রিয়াজ ভূঁইয়া ও বাচ্চু ভুঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের করা হয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।