শামীম আহমেদ ॥
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বন্দর নগরী নারায়নগঞ্জে পুলিশ বিনা উসকানিতে গুলি চালিয়ে যুবদল কর্মী শাওন ও ছাত্রদল নেতার মৃত্যুতে গায়েবানা যানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২) সেপ্টেম্বর মহানগর ও জেলা বিএনপির অয়োজনে যোহরবাদ বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদররোডে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
গায়েবানা যানাজার পূর্বে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিএনপি নেতা কর্মীদের রুহের মাগ-ফেরাত কামনা করা সহ তাদের স্মরন করে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল জেলা (দক্ষিন) আহবায়ক সাবেক ছাত্র নেতা এ্যাড, মুজিবুর রহমান নান্টু, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ।
এখানে আরো এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন.এ্যাড, নাজিম ্ ুদ্দিন আহমেদ পান্ন, মহানগর সদস্য এ্যাড, হুমাউন কবির মাসুদ, এ্যাড, সরোয়া হোসেন,ইয়াসিন আরাফাত মিন্টু,জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সহ মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা এবং পৌর বিএনপি নেতা-কর্মীরা অংশ গ্রহন করে।
এদিকে বিএনপির পক্ষ থেকে সদররোডে গায়েবানা যানাজার আয়োজন করায় শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে বিপুল পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য মোতায়েন করা হয়।