শামীম আহমেদ ॥
রাজধানী মিরপুর সহ সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ সমাশে কর্মসূচীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৮) সেপ্টেম্বর সকাল ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল উত্তর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে।
বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে ও আসাদুজ্জামান মুক্তার সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, উত্তর জেলা বিএনপি সদস্য আঃ ছত্তার খান,আব্দুল গফফার তালুকদার,জহির সাজ্জাদ হান্নান শরীফ,মঞ্জুরুল হাসান মিলন, কবীর আফসারি, জিয়া উদ্দিন সুজন, ওয়াহেদ হারুন, সিকদার আলমগীর হোসেন,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিকলু,বরিশাল সদর উপজেলা ছাত্রদল সহ-সভাপতি সবুজ আকন ও মুলাদী উপজেলা ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহান।
এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাড, তরিকুল ইসলাম দিপু, দুলাল রায়,উত্তর জেলা মহিলাদল সাধারন সম্পাদক লিপি নাসরিন, স্বেচ্ছাসেবকদল নেতা মাহমুদ হোসাইন সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এর পূর্বে উত্তর জেলা বিএনপি সদস্য ও উপজেলা মুলাদী সভাপতি আঃ ছত্তার খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ নিজ নিজ ব্যানারে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করে।