শামীম আহমেদ ॥
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের পিতা কাজী আখতারুজ্জামানের জানাযার নামাজ ও দাফন কাজ সম্পূর্ণ হয়েছে।
আজ (১লা) অক্টোবর শনিবার সকাল ১০ টায় নগরীর কালিবাড়ি রোডস্থ সরকারী বরিশাল কলেজ ময়দানে অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও সকলের কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন মুরহুমের সন্তান সাবেক সংসদস্য সদস্য মেজবা উদ্দিন ফরহাদ ও স্থানীয় বিসিসি ওয়ার্ড কাউন্সিলর, বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবি র জাহিদ।
এসময় জানাযা নামাজে অংশ গ্রহন করে কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (বিএম কলেজ সাবেক) ভিপি মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ,যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন,সাবেক সংসদ ও বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রসিদ খাঁন, সাবেক বরিশাল মহানগর বিএনপি সাধারন সম্পাদক আসাদুজ্জামান খসরু, সাবেক মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক অঅনায়ারুল হক তারিন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন,হিজলা উপজেলা বিএনপি আহবায়ক আব্দুল গফফার তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা তারিক বীন ইসলাম,বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন,মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন,কেন্দ্রীয় যুবদল নেতা তানভির আহমেদ সহ বিএনপি দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনির মানুষ অংশ গ্রহন করে। পরে বরিশাল মুসলিম গোরস্তানে কাজী আখতারুজ্জামানকে দাফন করা হয়।