লালমোহন তজুমুদ্দিন নয় দেশের উন্নয়নের সবটুকু অর্জন আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তার কর্মী হিসেবে কাজ করছি। বিএনপি শাসনামলে দেশের উন্নয়নের পরিবর্তে লুটপাট হলেও জননেত্রী শেখ হাসিনার সরকার শাসনামলে বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। লালমোহন পৌর পরিষদের নব্য শপথ নেওয়া পরিষদের মেয়র ও কাউন্সিলর বৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথী ভোলা-৩ আসনের মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
রবিবার ২৪ নভেম্বর বিকেলে পৌরভবন চত্তরে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথী এমপি শাওন আরো বলেন, লালমোহন পৌরসভাকে উন্নয়নের মডেল পৌরসভা গড়ার ক্ষেত্রে পৌর নাগরিকদের সহযোগিতা সবচেয়ে বেশি কাজে লেগেছে এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল রাসেলুর রহমান, আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, হেলাল উদ্দীন, দিদার মাষ্টার, রায়হান মাসুম,হাজী ঈমাম হোসেন, আলহাজ্ব জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, জাহিদুল ইসলাম নবীন,সাইফুল কবীর, আনোয়ার হোসেন হিরন, সিরাজ মেম্বার, এহসানুল হক ফরিদ, জসিম ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন।