বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন হবে। আজ শুক্রবার গণভবনে অনুষ্ঠিত কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত কার্যনির্বাহী সংসদের একাধিক সদস্য এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৪টায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। বর্তমান বৈশ্বিক সংকটের কারণে তিনি ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন। খরচ কমানোর জন্য আয়োজনটাও হবে সাদামাঠা।

প্রতি বছর দুদিন সম্মেলন হলেও এবার হবে একদিন। নির্ধারিত দিন সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

এ ছাড়া চার ডিসেম্বর চট্রগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের সমাবেশ হবে। সেখানে দলের সভাপতি সরাসরি অংশ গ্রহণ করবেন।

এর আগে ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২১ ডিসেম্বর। ওই সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুননির্বাচিত হন।

আজকের বৈঠকে চার সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন—ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের সম্মেলনেরও তারিখ ঘোষণা আসতে পারে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech