বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ব্রিসবেনের গ্যাবায় রৌদ্রোজ্জ্বল দিনে সাময়িক মেঘের ঘনঘটা

ব্রিসবেনের গ্যাবায় রৌদ্রোজ্জ্বল দিনে সাময়িক মেঘের ঘনঘটা

স্পোর্টস ডেস্ক :

ব্রিসবেনের গ্যাবায় রৌদ্রোজ্জ্বল দিনে সাময়িক মেঘের ঘনঘটা। এই মেঘ মনের আকাশে। শেষ হয়েও হলো না শেষ। শেষ ওভারের শেষ বলটা মোসাদ্দেক হোসেন সৈকত ডট দিলেন। বল নুরুল হাসান সোহানের গ্লাভসে, বাংলাদেশ জিতে গেল ৪ রানে।

শেষ ওভারের শেষ বলটা মোসাদ্দেক ডট দিলেন, বল সোহানের গ্লাভসে, বাংলাদেশ জিতে গেল ৩ রানে! এক কথা দুইবার হয়ে গেল ভাবছেন? কারণ, একই জিনিসের পুনরাবৃত্তি হলো যে!

গ্যাবায় বাংলাদেশ ম্যাচটি দুইবার জিতেছে। জয়ের জন্য জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন হতো ১৬, মোসাদ্দেক ১২ রানের বেশি নিতে দেননি। ১ বলে ৫, ব্লেসিং মুজারাবানি ব্যাটে লাগাতে পারেনি বল। তাড়াহুড়োয় স্ট্যাম্পের আগে বল ধরে ফেলেন সোহান। আম্পায়ার রিভিউ করতে করতে দুই দল কুশল বিনিময় শেষ করে ফেলেছে। এরপর স্ক্রিনে ভাসে নো বলের সিগন্যাল। ১ বলে ৪, এবার আর ভুল করেননি সোহান।

মাটি কামড়ে লড়াই করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ। আজকের ম্যাচে বাংলাদেশ ঠিক সেভাবে খেলেছে, যেভাবে খেলতে হয় দল হিসেবে। সব বিভাগে নিজেদের খুঁজে পাওয়ার দিনে একটু রোমাঞ্চ না থাকলে পূর্ণতা আসে না। ধারাভাষ্য কক্ষ থেকে মজার ছলে ভেসে আসছিল, বাংলাদেশ অফিশিয়ালি জিতেছে!

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সৌম্য দ্রুত আউট হলেও শান্ত থাকেন নিজেকে প্রমাণ করতে, তার প্রতি আস্থা রাখা সবার প্রতিদান দিতে। ৫৫ বলে ৭১ রানের ইনিংসটি মনে রাখতে হবে অনেকদিন। ওপেনার ভীত গড়ে দিলে নির্ভার থাকে মিডল অর্ডার। ১৯ বলে ২৯ রানের ক্যামিওতে আফিফ বোঝালেন সেটি। ১৫০ এর ভদ্রস্থ সংগ্রহ পেলেও ১০ রান কম হওয়ার আফসোস থেকেই যায়।

বল হাতে তাসকিন-মুস্তাফিজ আফসোস দীর্ঘায়িত করেননি। ইনিংসের তৃতীয় বলেই তাসকিনের বলে মাধেভেরের ক্যাচ ধরেন মুস্তাফিজ, ম্যাচটাও দুই পেসার মিলেই ধরেন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট তাসকিনের, ১৫ রানে ২ শিকার মুস্তাফিজের ঝুলিতে। প্রথম দিনের পর আজ ফের নায়ক তাসকিন। পার্শ্বনায়ক মুস্তাফিজ নিভৃতে জবাব দিলেন সমালোচনার।

সিকান্দার রাজা আসরে প্রথমবার ব্যর্থ। বল হাতে, ব্যাট হাতে। বিপক্ষের সেরা তারকাকে আটকালে কাজ সহজ হয়ে যায়। তবে শন উইলিয়ামস কঠিন করে তোলেন তা। ৪২ বলে ৬৪ করা উইলিয়ামস নামক বিষফোঁড়াকে ১৯তম ওভারে উপড়ে ফেলেন সাকিব আল হাসান। ম্যাচের সেরা মূহুর্তের জন্ম দিয়ে অধিনায়ক বাড়িয়ে দিলেন মাঠের বাকি ১০ জনের ভেতর থাকা আগুনের সলতে। যার উত্তাপ আর নিতে পারেনি জিম্বাবুয়ে।

পাকিস্তানকে শেষ বলে হারানো জিম্বাবুয়ে আজ শেষ বলেই হেরেছে। হারার আগে হার মানেনি বাংলাদেশ। ব্রিসবেনের সোনালি রোদ্দুরে গ্যাবার এক পাশে ছায়াশীতল হাওয়া যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। তীব্র উৎকন্ঠা মাড়িয়ে বিজয়ীর বেশে স্বস্তির নিঃশ্বাসে পয়েন্ট টেবিলেও দুইয়ে উঠে আসা তো মাথার উপর ছায়াসম।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech