বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

‘গণমুখী পুলিশিং: বরিশাল রেঞ্জ’র মোড়ক উন্মোচন করলেন ডিআইজি শ‌ফিকুল ইসলাম

‘গণমুখী পুলিশিং: বরিশাল রেঞ্জ’র মোড়ক উন্মোচন করলেন ডিআইজি শ‌ফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
“গণমুখী পুলিশিং : বরিশাল রেঞ্জ”। ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল
ইসলাম-বিপিএম (বার), পিপিএম প্রণীত এ বই‌য়ে পুলিশ বাহিনীকে জনবান্ধব ও
গণমুখী করে গড়ে তোলার লক্ষ্যে বরিশাল রেঞ্জ পুলিশের বিভিন্ন জনকল্যাণমুখী
কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (২৬ ন‌ভেম্বর) সকাল ১১টায় ব‌রিশাল নগ‌রের কা‌শিপুর এলাকায় রেঞ্জ
ডিআইজি অ‌ফি‌সে এ বই‌য়ের মোড়ক উ‌ন্মোচন করা হয়।

রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল ইসলাম ব‌লেন, আ‌মি যোগদানের পর থে‌কেই এ
অঞ্চ‌লে গণমুখী পু‌লি‌শিং ব্যবস্থা করার চেষ্টা কর‌ছি। আমরা মাদক
ব্যবসায়ী‌দের আত্মসমর্পণ ও সমা‌জের স্বাভা‌বিক ধারায় ফি‌রি‌য়ে নেওয়ার যে
কাজ কর‌ছি তা গোটা বাংলা‌দে‌শে নেই। তাই এটা নিয়ে আমরা অর্থাৎ ব‌রিশাল
রেঞ্জ উদাহরণ হ‌য়ে থাক‌বে। বিট পু‌লি‌শিং ব্যবস্থা ঢাকার পরে ব‌রিশালে
রে‌ঞ্জেই আমরা প্রথম চালু করেছি। এর মধ্য দি‌য়ে আমরা সাধারণ মানু‌ষের
কা‌ছে পৌঁ‌ছে যা‌চ্ছি।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল রে‌ঞ্জের অ‌তি‌রিক্ত ডিআইজি একেএম
এহসান উল্ল্যাহসহ বিভা‌গের ছয় জেলার পু‌লিশ সুপারসহ সুশীল ও সাংবা‌দিক
সমা‌জের নেতারা।

জানা গেছে, মো. শফিকুল ইসলাম ডিআইজি হিসেবে বরিশাল রেঞ্জে যোগদানের পর
থেকেই বিভাগবাসীকে নিয়ে নানা জনকল্যাণমুখী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
গতানুগতিক পুলিশিংয়ে সীমাবদ্ধ না থেকে জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে একটি
সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশও যে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখতে পারে সেই ধারণা বিভাগজুড়ে ছড়িয়ে দিয়েছেন তিনি। ইতোমধ্যে জনগণের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে পুলিশিংয়ে গতিশীলতা এসেছে। এতে বরিশাল রেঞ্জ
পুলিশের ইমেজের ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech