ঝালকাঠি প্রতিনিধি:
“নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী সোয়াইব, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস, টিটিসি অধ্যক্ষ সাদেকা সুলতানা, দেশ বাংলা ফাউন্ডেশন পরিচালক মিজানুর রহমান। মানববন্ধনের আয়োজন করেন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এছাড়া মানববন্ধনের একাত্মতা প্রকাশ করেন জাতীয় মহিলা সংস্থা, দেশবাংলা ফাউন্ডেশন, পল্টন ইন্টারন্যাশনাল, মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।