বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ

ডেস্ক রিপোর্ট :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছি। এ বিষয়ে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।’ আজ রোববার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গত এসএসসি পরীক্ষার সময় দুষ্কৃতিকারীরা অভিনব কায়দায় প্রশ্ন ফাঁসের চেষ্টা করেছিল। এটি বুঝতে পেরে আমরাও কঠোর পদক্ষেপ নিয়েছি।’ এবার প্রশ্নপত্রফাঁস করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘যতটুকু জেনেছি, এবার শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে। আশা করি সারাদেশে শান্তিপূর্ণভাবে সব পরীক্ষা শেষ হবে।’

শান্তিপূর্ণ ও গুজবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি পরীক্ষা কেন্দ্রে অনেক আগে এসেছি পরিবেশ দেখার জন্য। অভিভাবকদের প্রচণ্ড ভিড়। বাইরে যারা আগে এসেছেন তারা সন্তানদের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। তাদের এত ভিড় যে বাকি পরীক্ষার্থীদের আসতেও দেরি হচ্ছে।’

ডা. দীপু মনি বলেন, ‘এখন সবার হাতে হাতে মোবাইল ফোন, ফেসবুকে যারা এ ধরনের অপরাধমূলক কাজ করে থাকে তারা কখনোই সফল হয় না। যারা গুজব ছড়াবেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech